Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জনস্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তর থেকে জনসাধারণের জন্য নিম্নলিখিত সেবাসমূহ প্রদান করা হয়ে থাকে:

Ø  বার্ষিক উন্নয়ন কর্মসূচী অনুযায়ী ঠিকাদারের মাধ্যমে নলকূপ, রিং ওয়েল ও পাইপ লাইন স্থাপন।

Ø  পানির উৎসসমূহ রক্ষনাবেক্ষন, সংস্কার ও স্থাপনের বিষয়ে জনসাধারনকে কারিগরী পরামর্শ দেয়া।

Ø  ফিল্ড টেষ্ট কিটস্ দ্বারা আর্সেনিক ও আয়রন পরীক্ষা করা।

Ø  দপ্তরীয় জনবল দ্বারা উৎপাদিত স্বাস্থ্য সম্মত পায়খান (রিং-স্লাব) বিক্রয় করা।

Ø  স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন, ব্যবহার, নলকূপ রক্ষনাবেক্ষন এবং

Ø  স্বাস্থ্যাভাস ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জনগণকে উদ্বুদ্ব করা।